Posts

Showing posts from December, 2020

ফ্রেডেরিক এঙ্গেলস, মার্ক্সবাদ গঠন ও আজকের দিনে তাঁর গুরুত্ব

  মার্ক্সবাদ গঠনে এঙ্গেলসের ভূমিকা কী? তিনি কী মার্ক্সের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা, নাকি তিনি মার্ক্সের উপরে গোড়ার দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টীকাকার? অনেকগুলি গুরুত্বপূর্ণ অগ্রগতির জন্য কী কৃতিত্ব তাঁরই, নাকি পরের দিকের মার্ক্সবেত্তারা মার্ক্সবাদ থেকে যা তাঁদের অপছন্দ সে সব কিছুর জন্য এঙ্গেলসকে যে দোষী সাব্যস্ত করেন সেটাই ঠিক? এই প্রবন্ধে আমি তার সামান্য কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। প্রথমত, আমি একটা কেন্দ্রীয় প্রসঙ্গ দেখতে চাই। সেটা হল, মার্ক্স আর এঙ্গেলসের সার্বিক দিশা কতটা আলাদা ছিল? বিংশ শতাব্দী জুড়ে, বহু লেখক দাবী করেছেন, এঙ্গেলস নাকি নানা দিক থেকে মার্ক্সের চিন্তাকে বিকৃত করেছিলেন। একদিকে দাবী করা হয়েছে, তিনি জার্মানীর সোশ্যাল ডেমোক্র্যাটিক দলে সংশোধনবাদের উত্থানের জন্য অনেকটা দায়ী। অন্যদিকে এই দাবীও করা হয়েছে যে তিনি (এবং অনিবার্যভাবে লেনিন) মার্ক্সের গণতান্ত্রিক বিপ্লবী চেতনাকে স্তালিনবাদের দিকে ঠেলে দিয়েছিলেন। আবার দর্শনের দিক ধরে অনেকে বলতে চেয়েছেন যে তরুণ মার্ক্সের মানবতাবাদী চিন্তাকে বিকৃত করেই এঙ্গেলস ‘বিজ্ঞানসম্মত’ দ্বান্দ্বিক বস্তুবাদের কথা তুলেছিলেন। লুকাচ থেকে অনেকটা এই প...