Posts

প্রলেতারীয় গণতন্ত্র ও সমাজতন্ত্র গঠনের প্রশ্নঃ অক্টোবর বিপ্লবের পর প্রথম পর্ব

    অক্টোবর বিপ্লব সম্পর্কে একটা ধারণা ছড়িয়েছিলেন প্রথমে পরাজিত মেনশেভিক আর দক্ষিণপন্থী সোশ্যালিস্ট রেভল্যুশনারিরা, যা ক্রমে ধরে নেন কাউটস্কি ও অন্য সোশ্যাল ডেমোক্র্যাটরা, এবং যেটা ক্রমে সরাসরি দক্ষিণপন্থী প্রচারের সঙ্গে মিশে গেল। সেই ধারণা হল, ফেব্রুয়ারী বিপ্লবের পর রাশিয়াতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরী হয়েছিল, এবং লেনিনের নেতৃত্বে বলশেভিকরা সামরিক শক্তি প্রয়োগ করে তাকে ধ্বংস করেন এবং এক বহু দশকব্যাপী পার্টি একনায়কতন্ত্র কায়েম করেন। মার্কিন একদা কমিউনিস্ট, পরে রক্ষণশীল লেখক ও তাত্ত্বিক সিডনী হুক   কেরেনস্কীর লেখা থেকে ঊদ্ধৃতি সহ বলতে চেয়েছিলেন,   ১৯১৭ থেকে ১৯৮৮ অবধি (যখন তিনি তার প্রবন্ধটি লিখছেন), রাশিয়াতে সবচেয়ে গণতান্ত্রিক নির্বাচন ছিল সংবিধান সভার নির্বাচন, যার জন্য কেরেনস্কী সরকারের আমলে বলশেভিকরা আন্দোলন করেছিলেন, অথচ যার নির্বাচনে তারা যখন ২৫% এর কম ভোট পেলেন, তখন তারা গায়ের জোরে ঐ সভা ভেঙ্গে দিলেন। তিনি এরপর যথারীতি রোজা লুক্সেমবুর্গের রচনা থেকে উদ্ধৃতি দিয়েছিলেন। [1]     লুক্সেমবুর্গের প্রসংগটা গুরুত্ত্বপূর্ণ, কারণ নিজেদের কমিউনিস্ট, লেনিন...